Header Ads

Header ADS

Terms and Condition


 Terms and Condition

শর্তাবলী

১। গ্রাহককে অতিথি নিয়ন্ত্র সম্পর্কিত সরকারি বিধি অনুযায়ী ভ্যাট প্রদান করতে হবে

২। বুকিং দেওয়ার সময় আবশ্যই সঠিক অতিথির সংখ্যা উল্লেখ করতে হবে, উল্লেখিত সংখার বেশি হলে জনপ্রতি ৯০ (নব্বই) টাকা হারে চার্জ প্রদান করতে হবে।

৩। বুকিং এর ৩০% টাকা অগ্রীম প্রদান করতে হবে,অবশিষ্ট টাকা ৭( সাত ) দিনের মধ্যে প্রদান করতে হবে।না হলে ৭( সাত ) দিন পর বুকিং বাতিল হিসাবে গন্য হবে

৪। বুকিং এর তারিখ এবং সময় কোন ভাবেই পরিবর্তান যোগ্য নয়।

৫। যে কোন কারনে বুকিং বাতিল হলে অগ্রীম প্রদানকৃত টাকা ফেরত যোগ্য নয়।

৬। অনুষ্ঠান না করলে ৩০ (ত্রিশ) দিন পূর্ব অবগত করতে হবে, না হলে বুকিং এর সম্পূণ টাকা পরিশোধ করতে আইনত বাধ্য থাকবেন।

৭। দুপুরে অনুষ্ঠান বিকাল ৫(পাঁচ) টা। এবং রাতে অনুষ্ঠান হলে রাত ১১ (এগার) টার মধ্যে হল ত্যাগ করতে হবে।

৮। অনুষ্ঠান চলাকালীন অতিথি দ্বারা কোন কিছু ক্ষতি হলে গ্রাহক ক্ষতি পুরন দিতে বাধ্য থাকবে।

৯। অনুষ্ঠান চলাকালীন কোন অতিথি দ্বারা নেশা জাতিয় দ্রব্য ক্রয়-বিক্রয় এবং সেবন সম্পূর্ন রুপে নিষিদ্ধ। এবং আইন প্রয়োগকরী সংস্থার নিকট সোপার্ধ করা হবে।

১০। ফাইনাল বুকিং এর বিলই চুরান্ত এর পর বিল কমানোর কোন সুপারিশ গ্রহন যোগ্য নয়।

১১। কোন বিল বাকি থকা অবস্থায় সার্ভিস শুরু হবে না । নির্দেশ ক্রমে পর্তৃপক্ষ


বাহিরের ইভেন্ট গ্রহন যোগ্য নয়


No comments

Powered by Blogger.